Uncategorized

অরগানিক ট্যাম্পন ব্যবহারের সুবিধা

আপনি কি জানেন অরগানিক ট্যাম্পন ব্যবহারের সুবিধা? চলুন জেনে নেয়া যাক! 

 

১। পরিবেশ বান্ধব 

অরগানিক ট্যাম্পনগুলো ১০০% কটনের তৈরি হয় বলে অন্যান্য সিন্থেটিক তন্তুর তৈরি ট্যাম্পন বা প্যাডের তুলনায় বেশি পরিবেশ বান্ধব হয়ে থাকে। কিছু ট্যাম্পনে আবার বায়ো-ডিগ্রেডেবল এপ্লিকেটর থাকে।

 

২। স্বচ্ছ উপাদান 

অরগানিক ট্যাম্পনে কোনো প্রকার সিন্থেটিক উপাদান যেমন ব্লিচ, ক্লোরিন রেয়ন ইত্যাদি থাকে না। তাই অরগানিক ট্যাম্পন ব্যবহার করা শতভাগ নিরাপদ। 

 

৩। সুগন্ধিবিহীন 

অরগানিক ট্যাম্পনে কোনো ধরণের সুগন্ধি কিংবা কৃত্রিম রং থাকেনা। কোনো প্রকার সুগন্ধি যোনিপথের স্বাভাবিক pH মাত্রাকে বিনষ্ট করে, এতে অস্বস্তি ও জ্বালাপোড়ার আবির্ভাব ঘটে ।

 

৪। সাশ্রয়ী 

বেশিরভাগ অরগানিক ট্যাম্পনগুলো বেশ সুলভ মূল্যে পাওয়া যায়, যেমন ২০০-৫০০ টাকার মধ্যে ১০-২০ পিসের ট্যাম্পন প্যাকেট অনায়াসে পাওয়া যায় যা দীর্ঘদিন ব্যবহারযোগ্য। 

 

৫। আরামদায়ক

অরগানিক ট্যাম্পনগুলো সম্পূর্ণ কটনের তৈরি বলে ব্যবহারে অত্যন্ত আরামদায়ক এবং পিরিয়ড চলাকালীন স্বস্তির যোগান দেয়। এসব ট্যাম্পনের শোষণক্ষমতাও ভালো থাকে।

 

#tampon #organiccotton #organictampon #breathablecotton #vpharmabd #vshopltd #safety #hygiene #femalehygiene #endometriosis #vaginalcare #period #rakhisawant

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *